[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

একটি বাসযোগ্য বাংলাদেশ চাই: মাহমুদুর রহমান মান্না

প্রকাশঃ
অ+ অ-
নির্বাচনী প্রচারণায় মাহমুদুর রহমান মান্না। রোববার বিকেলে বগুড়ার মহাস্থানগড়ের একটি দোকানে | ছবি: পদ্মা ট্রিবিউন

বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যে বাংলাদেশে মানুষ শান্তিতে, সুখে ও স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন করতে হবে। আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ চাই। যদি উল্টো হয়ে থাকে—গায়ের জোর, ধান্দাবাজি, চান্দাবাজি, মাস্তানি, গায়ের জোরে প্রভাব খাটিয়ে নিজের মতো করে নির্বাচন করার চেষ্টা—তাহলে সেটা নির্বাচন হবে না।’

রোববার বিকেলে বগুড়ার মহাস্থানগড়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারের সময় মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। এর আগে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)–এর মাজার জিয়ারত ও মাজার মসজিদে আসরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

দলীয় সূত্রে জানা যায়, মহাস্থানগড়ে নির্বাচনী প্রচার শেষে সন্ধ্যায় মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জ পৌরসভার আঁচলাই, তেঘরী, চক ভোলাখা, অর্জুনপুর, রাঙ্গামাটি, বাগমারা ও বানাইল মহল্লায় গণসংযোগ করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কোনো জোট বা আসন সমঝোতায় না থাকলেও ভোটে জেতার আশা আছে বলেই সব বাধা পেরিয়ে লড়াই করছি। স্বৈরাচার পতনের পর কোনো জোট নেই। জোট নেই, তবে নির্বাচনী সমঝোতা রয়েছে। গণতান্ত্রিক দেশ ও কল্যাণ রাষ্ট্র গঠনের লড়াই করছি। শেষ দিন পর্যন্ত সেই সমঝোতার ব্যাপারে আশাবাদী।’

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘এবারের নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। অন্যবার সরকার গঠনের জন্য নির্বাচন হয়। এক নদী রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের স্লোগান—এবার বদলে দাও বাংলাদেশ। এবার বদলে দেওয়ার জন্য নির্বাচন। এমন নির্বাচন হবে যা আগের চেয়ে আলাদা। গা–জোরি নেই, গলাবাজি নেই, মিথ্যাচার নেই, দলবাজি নেই, অর্থের জোর নেই। সুন্দর ও পরিচ্ছন্ন নির্বাচন হবে। এ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন এবং নিজের বা দলীয় প্রভাব বাড়ানোর চেষ্টা করবেন না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন