[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে ককটেল ফাটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

প্রকাশঃ
অ+ অ-
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা তদন্ত করছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন  

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে।

পুলিশ ভুক্তভোগীদের বরাত দিয়ে জানায়, ডাচ্–বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান ও তাঁর সহকারী। বিকেল চারটার দিকে তারা টাকা নিয়ে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের কাছে পৌঁছালে দুই–তিনটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে তাদের পথ আটকে দেয়। একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দুই কর্মচারীকে মারধর করে টাকা বহনকারী ব্যাগ ছিনিয়ে নেয়।

হাবিবুর রহমান বলেন, সারাদিন বিভিন্ন পাড়া-মহল্লার দোকান থেকে টাকা কালেকশন করে ২৪ লাখ টাকা উঠানো হয়েছিল। ওই টাকা ব্যাগে ভরে একটি মোটরসাইকেলে করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরই তিনটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা রাস্তা আটকায়। টাকা দিতে না চাইলে কয়েকটি বিস্ফোরণ ঘটায় তারা। পরে মারধর করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি এক ঘণ্টা পরে। তিনটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা টাকা লুট করে নিয়ে গেছে। হামলার শিকার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁদের কাছে ২৪ লাখ টাকা ছিল। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন