সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি
![]() |
| জাতীয় প্রেসক্লাবে সংখ্যালঘুদের নিরাপত্তা ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মানববন্ধন করছে গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্ম বাংলাদেশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি উঠেছে। পাশাপাশি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ‘গ্লোবাল বেঙ্গলি হিন্দু প্ল্যাটফর্ম বাংলাদেশ’ এই দাবি জানিয়েছে। পরে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
মানববন্ধনে নেতারা বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর আস্থা ফেরাতে তাঁদের দাবিগুলো বাস্তবায়ন জরুরি। এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন—
প্রথমত, সংখ্যালঘু হিন্দুদের ওপর সংঘটিত সব নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। হিন্দুদের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং জুডিশিয়াল তদন্ত কমিটি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও আইনি সহায়তা দিতে হবে।
তৃতীয়ত, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সনাতন সংখ্যালঘুদের জন্য স্থায়ী সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। জোরপূর্বক চাকরিচ্যুত হিন্দুদের পুনর্বহাল করতে হবে। দেশের সব হিন্দুদের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের আর্থসামাজিক সুরক্ষা দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হীরেন্দ্রনাথ বিশ্বাস, মণীন্দ্র কুমার নাথ, জয়ন্ত দেব, প্রদীপ কুমার আচার্য, অশোক তরু সাহা, জে কে পাল, বিমলা প্রসাদ, জীতেন্দ্র চন্দ্র বর্মণ, সুমন কুমার রায়সহ আরও অনেকে।

Comments
Comments