ডিসি পার্কের ফুল উৎসব ঘিরে মারামারি, দর্শনার্থীদের বাসও ভাঙচুর
![]() |
| ডিসি পার্ক |
চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে ফুল উৎসবে দর্শনার্থী নিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ভাঙচুর করেছেন পার্কিং এলাকার ইজারাদারের লোকজন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাসের লোকজন ও পার্কিংয়ের ইজারাদারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায় গাড়িটি ভাঙচুর করা হয়।
শনিবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে যাত্রীবাহী বাসটি গন্তব্যে ছেড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্যামলী পরিবহনের গাড়িটি ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে ডিসি পার্কের সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। এ সময় ছয়-সাতজন যুবক গাড়িটির কাচ ভাঙচুর করেন।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনার সময় পার্কের ভেতরে ছিলেন। খবর পেয়ে তিনি পার্কের ফটকে এসে দুই পক্ষকে ডেকে সমাধানের নির্দেশ দেন।
ডিসি পার্ক সূত্র জানায়, দর্শনার্থী নিয়ে গাড়িটি পার্কে এসেছিল। নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। পরে পার্কিং ইজারাদারের লোকজন গাড়িটি পার্ক এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দেন। বাস যাত্রী নিয়ে পার্কিং থেকে বের হয়ে সড়কে ওঠার পর অপেক্ষা করতে থাকে। এতে যানজটের শঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় ইজারাদারের লোকজন আবারও এসে বাসটি সরাতে জোরাজুরি করেন। বাসের লোকজন জানান, তাঁদের দু-একজন দর্শনার্থী পার্কের ভেতরে রয়ে গেছেন। কিন্তু পার্কের লোকজন তাঁদের চলে যেতে বলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির মধ্যেই ভাঙচুরের ঘটনা ঘটে।

Comments
Comments