[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ

প্রকাশঃ
অ+ অ-
প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে হবে।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তবে ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দ বৈধ অস্ত্র এই নির্দেশনার আওতায় থাকবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার অনুমোদিত সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এক কর্মকর্তা জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্নেয়াস্ত্র জমা ও বহনের নিষেধাজ্ঞা একটি নিয়মিত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সহিংসতা ও ভয়ভীতি কমানো সম্ভব।

নির্বাচনী নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অস্ত্র নিয়ন্ত্রণ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভোটের পরিবেশ আরও শান্তিপূর্ণ রাখা সম্ভব। তবে মাঠ পর্যায়ে তদারকি ও নজরদারি জোরদার করাও জরুরি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন