লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
| লক্ষ্মীপুরে বিএনপি–জামায়তের কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আজ দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় জাতীয় নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই জামায়াতে ইসলাম ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেস্টুন লাগানোর বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায়।
আহতরা হলেন ওই ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, ভবানীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে ভবানীগঞ্জ এলাকায় দুই দলের নেতা-কর্মীরা নিজেদের প্রার্থীর পক্ষে ফেস্টুন লাগাতে থাকেন। এক জায়গায় ফেস্টুন লাগানোর নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে লাঠিসোঁটা ব্যবহার করা হয়। এতে চারজন আহত হন।
আহত জামায়াত কর্মী ফিরোজ আলম বলেন, ‘আমরা সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামের প্রার্থী রেজাউল করিমের প্রচারণার ফেস্টুন লাগাতে যাই। তখন স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা দেন। এরপর আমরা বাজারের অন্য পাশে ফেস্টুন লাগানোর চেষ্টা করি। তখন বিএনপির আরেক কর্মী শাহজাহান লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। স্থানীয়রা আমাদের উদ্ধার করেন।’
লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা হাছিবুর রহমান বলেন, ‘বিএনপির কর্মী শাহজাহানের বাড়িতে জামায়াতের নেতা-কর্মীরা ফেস্টুন লাগাতে গেলে শাহজাহান অনুরোধ করেন না লাগানোর। তখন জামায়াতের কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন। মারধরের কারণে তাঁর নাক ফেটে যায়।’
![]() |
| লক্ষ্মীপুরে বিএনপি–জামায়তের কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৫ জানুয়ারি লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় সংঘর্ষটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

Comments
Comments