[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, সতর্ক করলেন জামায়াত আমির

প্রকাশঃ
অ+ অ-
পাবনার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার রাতে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এ দেশে মুক্তিকামী জনতার উত্থান দেখে কিছু মানুষ ফুসফুস করছে। আপনারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, আমরা আপনার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো না। আমাদের বিষয়ে অনেক নাক গলানো হয়েছে।’

শনিবার রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে জেলের মধ্যে ঠান্ডা মাথায় হত্যা করেছে ফ্যাসিস্টরা। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকেও হত্যা করা হয়েছে। পাঁচবারের এমপি মাওলানা আব্দুস সোবহানকেও জেলের ভেতরে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। সেদিন আমরা পাবনায় চোখের পানি ধরে রাখি। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিয়েছে, আমরা সেই কাজ করব।’

স্বৈরাচার রুখতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কি চাই ফ্যাসিবাদ ফিরুক? এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে। একসঙ্গে ১৫ বছর মজলুম ছিলাম। ৫ আগস্টের পরিবর্তনের সঙ্গে ধৈর্য ধরার চেষ্টা করেছি। প্রত্যেক মানুষের হয়ে চৌকিদারের ভূমিকা পালন করেছি। আপনারা মজলুম ছিলেন, জালিমের ভূমিকায় আসবেন না। গণভোটে হ্যাঁ মানে স্বাধীনতা। হ্যাঁ ভোট পরাজিত হলে সরকার গঠন হলে কিছুই হবে না।’

জামায়াত নেতাদের চাঁদাবাজি, মামলাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয় দাবি করে শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকারের সময়ে আমাদের দলের ১ হাজারের বেশি নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ৭০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এক মুহূর্তও দলীয় কার্যালয় খোলা যায়নি। নেতাদের বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরও জামায়াত প্রতিশোধপরায়ণ হবে না। কাউকে মিথ্যা মামলার আসামি করা হবে না। সবার জন্য সমান আইন থাকবে। তবে দেশের উপর আধিপত্যবাদের ছায়া রাখা যাবে না। ‘বস্তাপচা’ রাজনীতিকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানান তিনি।’

পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের সংসদ প্রার্থী আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং দলের জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খানের সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ আসনের প্রার্থী ইকবাল হোসাইন, পাবনা-১ আসনের প্রার্থী নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনের প্রার্থী কে এম হেসাব উদ্দিন, পাবনা-৩ আসনের প্রার্থী মাওলানা আসগর আলী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন