সকালের ঝগড়ার জেরে রাতে বাগ্বিতণ্ডা, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
![]() |
| নিহত মোহাম্মদ জিহাদ | ছবি: সংগৃহীত |
জামালপুর সদর উপজেলায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তুচ্ছ একটি ঘটনার জেরে প্রতিবেশী এক তরুণের ধারালো অস্ত্রের আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।
নিহত কিশোরের নাম মোহাম্মদ জিহাদ (১৬)। সে একই ইউনিয়নের গহেরপাড়া এলাকার ফিরোজ আহাম্মেদের ছেলে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অভিযুক্ত তরুণের নাম মো. মুন্না (১৮)। তিনি একই এলাকার মো. কাশেমের ছেলে। ঘটনার পর থেকে মুন্না পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্র জানায়, গতকাল সকালে কোনো একটি বিষয় নিয়ে জিহাদ ও মুন্নার মধ্যে ঝগড়া হয়। পরে রাতে ওই দুজনসহ আরও কয়েকজন গহেরপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে অবস্থান করছিলেন। সেখানে সকালের ঝগড়ার জেরে জিহাদ ও মুন্নার মধ্যে আবার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ওই সময় মুন্না জিহাদকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানান জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments