ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি, সেই সহায়তা দরকার: সিইসি
![]() |
| প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা দরকার। তিনি চান, সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক।
রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের আদেশের বিরুদ্ধে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে আপিলকারী ও আইনজীবীদের উদ্দেশে তিনি এই কথা বলেন। তাঁর সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি গ্রহণ করেছেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আপিল নিষ্পত্তিতে আপনারা সুন্দরভাবে সহযোগিতা করেছেন। এটা শেষ সহায়তা নয়। ভোট সুন্দরভাবে করার জন্য সেই সহযোগিতা প্রয়োজন। আমরা সেটাই চাই।’
তিনি আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে। তিনি বলেন, ‘আমাদের কিছু কার্যক্রমে হয়তো আপনি সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটের বিষয় আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, সেটাও দেখেছেন। কারণ আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সবার অংশগ্রহণ ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়।’
নাসির উদ্দিন আরও বলেন, ‘আমি খুব খুশি যে আমাদের মানুষ এত সচেতন, বিশেষ করে তরুণেরা। নির্বাচন কমিশন ও আমার টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
সিইসি মন্তব্য করেন, আপিলে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। তিনি বলেন, ‘আমরা কোনো পক্ষপাতিত্ব না করে যেটা সঠিক মনে করেছি, বিশ্লেষণ করে করেছি। আল্লাহ–তাআলার অনুগ্রহ ও আমাদের সক্ষমতার আলোকে করেছি। আশা করি, ভবিষ্যতেও আপনারা সহযোগিতা দেবেন।’

Comments
Comments