নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র ঠেকাতে নজরদারি জোরদারের কথা জানাল বিজিবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভারত থেকে দেশে যাতে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থায় রয়েছে। এমনটাই জানিয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও সরাইল সদর দপ্তরের (উত্তর–পূর্ব রিজিয়ন) আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি জানান, অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) ব্যবস্থাপনায় এদিন মোট ৬০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন, তাঁদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচন চলাকালে দায়িত্ব যেন সুষ্ঠুভাবে পালন করা যায়, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ চলছে। তিনি বলেন, নির্বাচনের সময় অবৈধ অস্ত্র বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এ বিষয়ে শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে।
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) প্রায় দুই মাস আগে বেশ কিছু অস্ত্র আটক করেছে। একইভাবে আমাদের সরাইল রিজিয়নের আওতাধীন অন্য ব্যাটালিয়নগুলোও বেশ কিছু অস্ত্র জব্দ করেছে। নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনো অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। পাশাপাশি আগের সময়ে পুলিশসহ অন্যান্য বাহিনীর কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘যারা ভারত থেকে অবৈধভাবে অস্ত্র দেশে আনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। কোথাও অস্ত্র বা মাদক উদ্ধার হলে অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়টি মাথায় রেখে এজাহার দায়ের করা হচ্ছে। নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিজিবি সদস্যরা মাঠে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অস্ত্রের পাশাপাশি সীমান্ত দিয়ে যেন মাদক প্রবেশ করতে না পারে, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।’
তিনি আরও জানান, বিজিবির কুমিল্লা সেক্টরের আওতাধীন চারটি ব্যাটালিয়নের মধ্যে কুমিল্লা ও সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যদের টহল বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে টহল দ্বিগুণ করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করছি, সীমান্ত পথ দিয়ে কোনো অবৈধ অস্ত্র দেশে প্রবেশের সুযোগ পাবে না।’
সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘মানবিক বিবেচনায় বিজিবি সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে। এই কার্যক্রম শুধু কুমিল্লায় নয়, সরাইল রিজিয়নের আওতাধীন অন্যান্য এলাকাতেও চলমান রয়েছে।’
এ সময় বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Comments
Comments