সরকারি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী
![]() |
| ঢাকায় আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ | ছবি: আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক পোস্ট থেকে নেওয়া |
বাংলাদেশে প্রথমবার সরকারি সফরে আসা আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ দুই দেশের মধ্যে ব্যবসা–বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তিনি ঢাকা ও কাবুলের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের অংশ হিসেবে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ চলাচল এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রোববার থেকে বাংলাদেশে সফররত আহমাদুল্লাহ জাহিদ ইতিমধ্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছেন। এর পাশাপাশি সোমবার তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে অংশ নিয়েছেন।
খসড়া সূচি অনুযায়ী, বুধবার তিনি বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানির বিষয়ে জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাটা ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে যাবেন।
*ওষুধ আমদানিসহ বাণিজ্য বাড়ানোয় মনোযোগ
* ঢাকা–কাবুলের মধ্যে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ চলাচলের প্রস্তাব
* বাংলাদেশের বিনিয়োগ চায় আফগানিস্তান
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ সোমবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে দেখা করেন।
বাণিজ্য সচিব মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন, আফগান উপমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য সৌজন্য আলোচনাই হয়েছে। তারা দুই দেশের মধ্যে ব্যবসা–বাণিজ্য বাড়াতে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেছেন এবং শুল্কমুক্ত সুবিধার বিষয়টিও তুলেছেন।
এছাড়া আফগান উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানি করতে আগ্রহ দেখিয়েছেন। তবে শুল্কমুক্ত সুবিধা এবং বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে করা হয়, যা বিষয়টি তিনি আলোচনা করেছেন।
Deputy Minister of Industry and Commerce of the Islamic Emirate, Ahmadullah Zahid, met with the head of Bangladesh’s Export Promotion Bureau, Mohammad Hasan Arif, during a visit to the country’s international trade exhibition on Monday.
— TOLOnews English (@TOLONewsEnglish) January 20, 2026
Mr. Arif stated that Bangladesh is… pic.twitter.com/YTzoCrvgPx
আফগান উপমন্ত্রীর সফর এবং তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব জানিয়েছেন, খুব স্বল্প সময়ের অনুরোধে সাক্ষাতের আয়োজন করা হয়েছিল। তবে সফরটি সরকারি কি না, তা তিনি স্পষ্ট করেননি।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইপিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর আমন্ত্রণে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফর করছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটি থেকে কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এটাই প্রথম ঢাকা সফর।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানিয়েছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে আফগান প্রতিনিধিদল ইপিবির আমন্ত্রণে বাংলাদেশ সফর করছে। বর্তমানে দুই দেশের মধ্যে যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়, তার ৯০ শতাংশ দখল করে আছে বাংলাদেশের ওষুধ। আফগানিস্তান আরও বেশি পরিমাণে ওষুধ নিতে আগ্রহী, যা জানানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক মোল্লা নুর আহমেদ স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করেন।
জানা গেছে, আফগান উপমন্ত্রী বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দুই দেশের মধ্যে ব্যবসা বাড়ানোর জন্য যত দ্রুত সম্ভব পণ্যবাহী উড়োজাহাজ চলাচলের প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, কাবুল থেকে ঢাকায় ফলমূল পরিবহন করা হবে এবং ফিরতি ফ্লাইটে বাংলাদেশের ওষুধ পাঠানো হবে কাবুলে। এছাড়া তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে বিনিয়োগের অনুরোধও করেছেন।

Comments
Comments