[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচন নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার আলোচনা

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ১৮ জানুয়ারি ২০২৫, ঢাকা | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বেইজিংয়ের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে চীনের শুভকামনার কথাও জানিয়েছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ফেসবুক বার্তায় জানায়, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং উন্নয়ন সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নিয়েও আলোচনা হয়। এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি প্রকল্পের চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় তাঁর সরকারের অব্যাহত সমর্থনের বিষয়টি আবারও নিশ্চিত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান।

বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার যৌথ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন