[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেপটিক ট্যাংকে মিলল হাত-পা বাঁধা কলেজছাত্রের মরদেহ

প্রকাশঃ
অ+ অ-
ফজলে রাব্বি | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

লক্ষ্মীপুরে হাত–পা বাঁধা অবস্থায় নিখোঁজ এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রের নাম ফজলে রাব্বি (২২)। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারীবাড়ির বেল্লাল হোসেনের ছেলে। রাব্বি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে স্নাতক পর্যায়ের ছাত্র ছিলেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ জানুয়ারি রাতে রাব্বি চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি বাজারে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরদিন তাঁর বাবা চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে খুন করার পর লাশটি সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেয়। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত কলেজছাত্রের বাবা একটি মামলা করেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, তার চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় বাসিন্দারা সেপটিক ট্যাংকের ভেতরে লাশটি দেখতে পান। এ ঘটনায় বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন