[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদপুরে সেচ নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে বসতবাড়িতে হামলা, ৯ জন আহত

প্রকাশঃ
অ+ অ-
ফরিদপুরের সালথা উপজেলায় সংঘর্ষের সময় টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ায়। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে | ছবি: ভিডিও থেকে সংগৃহীত 

ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টায় জড়ায়। এর পাশাপাশি অন্তত ছয়টি বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ভাঙচুরের সঙ্গে কিছু বাড়িতে লুটপাটের অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়ান নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ও সালথা সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামবাসী জানায়, বালিয়া গ্রামে প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তনের পর সম্প্রতি দুজনই বিএনপিতে যোগ দিয়েছেন। যদিও কোনো দলেই বড় পদ নেই, গ্রাম্য রাজনীতিতে তাদের প্রভাব ও অনুসারীর কারণে বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের টানার চেষ্টা করে।

স্থানীয়দের ভাষ্য, বিএনপিতে যোগ দেওয়ার পর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজনই আগে কারাভোগ করেছেন।

তদন্তে জানা গেছে, চলমান বিরোধের মধ্যে গতকাল বিকেলে বালিয়া গ্রামের পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থক শহীদ শরীফ ও নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যার পর বালিয়া বাজারে উভয় পক্ষের সমর্থক দেশি অস্ত্র নিয়ে জড়ো হন। পরে রাত সাড়ে আটটার দিকে সংঘর্ষ শুরু হয়।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন