[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ায় এনসিপি চাইছে আরও আসন

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় ভোটে ‘বড় প্রভাব’ পড়বে না বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ইসলামী আন্দোলনের চলে যাওয়ায় ঐক্যে এনসিপির আসন বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে দলটি ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে।

গত বৃহস্পতিবার রাতে ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয় নির্বাচনী ঐক্যে থাকা জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি দল। এরপর শুক্রবার বিকেলে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ঘোষণা করে, তারা এককভাবে নির্বাচন করবে। এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার বিষয়ে শুক্রবার রাতে রাজধানীর জিগাতলায় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য ঐক্যে এখনও আলোচনার দরজা খোলা আছে এবং তারা আশা করছেন, ইসলামী আন্দোলন পুনরায় ঐক্যে ফিরবে।

দলীয় সূত্র জানায়, এনসিপি সমঝোতায় ৩০টি আসনে ছাড় পেয়েছে। তবে শুরু থেকেই জামায়াতের কাছ থেকে ৩৫ থেকে ৪০টি আসন চাইছিল দলটি। সেই লক্ষ্যে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির প্রার্থীরা। অন্যদিকে, ইসলামী আন্দোলনের জন্য প্রায় ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছিল। এখন তারা বেরিয়ে যাওয়ায় এনসিপির আসন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি। এনসিপি আশা করছে, তাদের আরও ১০ থেকে ১৫টি আসন বাড়তে পারে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘ইসলামী আন্দোলনের ঐক্য থেকে বেরিয়ে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত। তবে তারা যদি ঐক্যে না থাকে, সেটাতে তেমন কোনো প্রভাব পড়বে না। তাদের চলে যাওয়ার পর এখন ঐক্যে এনসিপির কিছু আসন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই আলোকে আলোচনাও চলমান।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন