[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির আরও দুই নেতা বহিষ্কার

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির লোগো

মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপির আরও দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আরেক সদস্য মজিবুর রহমান। তাঁদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানাকে বহিষ্কার করা হয়।

মুন্সিগঞ্জ–৩ আসনে বিএনপির প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব (বর্তমানে বহিষ্কৃত) মো. মহিউদ্দিন। তার প্রতীক ফুটবল।

বিএনপির নেতা-কর্মীরা জানান, আসনটির বিএনপি–সমর্থিত প্রার্থী মো. কামরুজ্জামানের বিপক্ষে গিয়ে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে কাজ করায় বিএনপি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তবে বহিষ্কার করলেও মহিউদ্দিনের পাশে থাকা নেতাদের সরানো সম্ভব হবে না বলে দলের কিছু নেতা জানিয়েছেন।

বহিষ্কৃত মজিবুর রহমান বলেন, ‘দল করতে গিয়ে ৫০টির বেশি মামলার আসামি হয়েছি। বাড়ি ছাড়া হয়েছি। আওয়ামী লীগের লোকজন বাড়িঘর লুটপাট করেছে। মহিউদ্দিন আমাদের সংগঠিত রেখে আন্দোলন–সংগ্রাম চালিয়ে গেছেন। অথচ দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা যতই বহিষ্কার হই, মহিউদ্দিনের সঙ্গে থাকব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন