[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন হয়ে গেল কক্সবাজারে

প্রকাশঃ
অ+ অ-
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা অংশ নেন | ছবি: বিজ্ঞপ্তি

কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬’। সম্মেলনে শিগগিরই কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।

শনিবার দিনব্যাপী এই সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা ও ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি, পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা সম্মেলনে অংশ নেন।

উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসার সাফল্য শুধু পণ্য বিক্রয় দিয়েই মাপা যায় না। গ্রাহকসেবা উন্নয়ন, বাজার পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাও সমান গুরুত্বপূর্ণ—এসব বিষয়ই এবারের সম্মেলনে বিশেষভাবে উঠে আসে।

প্রতিষ্ঠানটি এ বছর তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। টানা সপ্তমবার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এমডি অঞ্জন চৌধুরী। তিনি এই সাফল্যকে বিক্রয় দলের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে বিশ্বের ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে রপ্তানি সম্প্রসারণ ও নতুন বাজার অনুসন্ধানের বিষয়টিও সম্মেলনে আলোচিত হয়। রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম—এই ব্র্যান্ডগুলো দেশের বাজারে ভোক্তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন