উৎসাহ-উদ্দীপনায় চাঁপাইনবাবগঞ্জে সরস্বতী পূজা উদ্যাপিত
![]() |
| পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদন | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতী পূজা আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে বিদ্যার আশীর্বাদ প্রার্থনা করেন শিক্ষার্থী ও ভক্তরা।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদ্যাপন করেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে দিনভর বিরাজ করে আনন্দঘন পরিবেশ। তরুণ-তরুণীদের রঙিন পোশাকে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বাণী অর্চনা শেষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের ভেতরের অন্ধকার দূর করে জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়াই সরস্বতী পূজার মূল লক্ষ্য। তাঁরা কেবল ধর্মীয় আচার নয়, বরং অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি বজায় রেখে জ্ঞানচর্চার মাধ্যমে দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Comments
Comments