[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাবেক প্রতিমন্ত্রী পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের

প্রকাশঃ
অ+ অ-
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানিতে অংশ নিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের একদল নেতা-কর্মী। আজ সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

আজ জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে তাঁকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

এদিকে আজ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে হাজির হন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য তিনি দুই দিনের সময় চান। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন নির্ধারণ করেন।

শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা সিএমএম আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাঁরা জানতে পারেন, জুনাইদ আহ্‌মেদ পলককে আদালতে হাজির করা হয়েছে।

বেলা দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান সিএমএম আদালতের হাজতখানা থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে বের হয়। আদালতের সামনে গাড়িটি এলে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে পলককে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায়।

জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় রাস্তায় অবস্থানকালে দুর্জয় আহম্মেদকে গুলি করা হয়। এতে তাঁর দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া মাথার পেছনে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। তিনি কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন দুর্জয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন