[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামায়াতের ‘সঙ্গ ছাড়ায়’ ইসলামী আন্দোলনকে হেফাজত আমীরের অভিনন্দন

প্রকাশঃ
অ+ অ-
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী | ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেন মুহিবুল্লাহ বাবুনগরী। হেফাজতের আমীরের দেওয়া এই বিবৃতির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘নির্বাচনের ঠিক আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাবিরোধী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে সরে আসার সাহসী সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মোবারকবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘৫ই অগাস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বড় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আমরা হেফাজতের পক্ষ থেকে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। ঈমান ও আকিদা বাদ দিয়ে কারও সঙ্গে জোট না করার ব্যাপারেও সতর্ক করেছি।’

বিবৃতিতে হেফাজতের আমীর বলেন, দলটির এককভাবে রাজনৈতিক পথে এগোনো ভবিষ্যতে ‘ভালো অবস্থা তৈরি করবে’।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, মওদুদীবাদী জামায়াতের প্রভাব থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথ তৈরি করতে পেরেছে। এজন্য তাদের বিশেষ মোবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদের একক পথচলা খুবই প্রয়োজন ছিল। ইসলামপন্থি রাজনীতির জন্য এই উদ্যোগ ভবিষ্যতে ভালো ফল দেবে, ইনশাআল্লাহ।’

বাবুনগরী আরও বলেন, ‘জামায়াতের সঙ্গে থাকলে দেশে ইসলামপন্থি রাজনীতির বড় ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের এককভাবে পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলে আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সাহসী সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলনের আমীর ও দলটিকে আবারও মোবারকবাদ জানাই।’

নিজেদের অবস্থান তুলে ধরে হেফাজতে ইসলাম জানায়, বরাবরের মতো আগামী নির্বাচনেও তারা কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। এ বিষয়ে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘যারা খাঁটি ইসলামপন্থার আদর্শ ধারণ করে, জনগণ তাদেরকেই ভোট দেবেন বলে আমি আশাবাদী।’

তিনি বলেন, যারা ইসলামের নামে ‘মওদুদীবাদ ও বিভিন্ন ভ্রান্ত আকিদা’ ধারণ করে, তাদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সব অনুসারী একসঙ্গে পথ চলবেন বলেও আমি আশাবাদ ব্যক্ত করছি।’

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি বাকি ৩২টি আসনে অন্যদের সমর্থন দেবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

এই ঘোষণা আসে গত শুক্রবার পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার পেছনে আদর্শগত ও রাজনৈতিক—দুই ধরনের কারণের কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে জামায়াতে ইসলামের বর্তমান নীতি তাদের শরিকদের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন