মুন্সীগঞ্জে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
![]() |
| নিহতদের বাড়িতে স্থানীয়দের ভিড় | ছবি: পদ্মা ট্রিবিউন |
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি ভাড়া বাড়ি থেকে এক নারী ও তাঁর মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মা ও মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম আক্তার (৮)। আমেনা বেগম তাঁর স্বামী মিজান মিয়া ও মেয়েকে নিয়ে স্থানীয় নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার মাস আগে পরিবারটি ওই এলাকায় বসবাস শুরু করে। প্রায়ই মিজান ও আমেনার মধ্যে ঝগড়া হতো। আজ সকাল থেকে আমেনার ঘরের দরজা বন্ধ ছিল। তাঁকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেলে স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় তাঁরা ঘরের মেঝেতে আমেনা ও তাঁর মেয়ে মরিয়মের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা দুইটার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।
সিরাজদিখান থানার ওসি মো. আবদুল হান্নান বলেন, ঘটনার পর থেকে আমেনার স্বামী মিজান পলাতক রয়েছেন। ঘরের ভেতর থেকে মরদেহের পাশাপাশি রক্তমাখা একটি লাঠি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে এবং এতে আমেনার স্বামী মিজান জড়িত থাকতে পারেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments
Comments