কুমিল্লা–৩ আসনে বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল
![]() |
| কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ | ফাইল ছবি |
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি), সোমবার এ সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হিসেবে গণ্য হয়েছিল। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল।
গতকাল রোববার ছিল ইসির আপিল শুনানির শেষ দিন। সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছিল।
আজ ইসি কায়কোবাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করার সিদ্ধান্ত দিয়েছে। এর ফলে তাঁর প্রার্থিতা বহাল থাকল।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে কায়কোবাদ এখন পর্যন্ত ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে পাঁচবার জয়ী হয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

Comments
Comments