[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা-১ আসনে সাবেক প্রতিমন্ত্রীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশঃ
অ+ অ-
অধ্যাপক আবু সাইয়িদ | ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে নতুন এক রাজনৈতিক আবহ তৈরি হয়েছিল। সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদকে নিয়ে চলছিল নানা আলোচনা। তবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।

পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সীমানা নিয়ে আইনি জটিলতার কারণে পাবনা-১ আসনের নির্বাচন স্থগিত করেছিলেন আদালত। পরে উচ্চ আদালতের আদেশে এই আসনটিকে একক আসন হিসেবে বহাল রেখে নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, এই আসনে ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের দিন ঠিক করা হয়।

জানতে চাইলে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাঁরা যেভাবে বলবেন, সেভাবেই কাজ করব।

এই আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান বলেন, চিন্তার কোনো কারণ নেই। অধ্যাপক আবু সাইয়িদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। তিনি আমার জন্যই ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। দল হয়তো ভবিষ্যতে তাঁকে বড় কোনো অবস্থানে রাখবে।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিষয়টিকে কেন্দ্রের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, এটি কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। এখানে আমার বলার কিছু নেই। তবে তাঁর যোগদানে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। ২০০৮ সালে দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। ২০১৪ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন। এরপর ২০১৮ সালে গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন