[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রার্থীদের হলফনামায় দুদকের নজর

প্রকাশঃ
অ+ অ-
রিপোর্টার্স এগেইন্টস করাপশনের (র‌্যাক) মতবিনিময় সভায় বক্তব্য দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। ঢাকা, ৫ জানুয়ারি | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী হলফনামায় উল্লেখ করা সম্পদের বিবরণী নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তথ্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে রিপোর্টার্স এগেইন্টস করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোমেন এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের হলফনামায় সম্পদের বিবরণ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ করা হয়েছে, কারও সম্পদের তথ্য নিয়ে সন্দেহ থাকলে তা বের করে দুদককে জানাতে। দুদক হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করে সত্যতা যাচাই করবে। প্রয়োজনে সংস্থার অন্যান্য কাজ কমিয়ে এই দায়িত্ব পালন করা হবে।

নতুন আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ‘আমার বক্তব্য স্পষ্ট, দুর্নীতির সঙ্গে কোনো আপস নেই। যদি কোনো বিষয় আপসযোগ্য না হয়, তার মানে এ নিয়ে আপস করা যাবে না। নতুন আইনে আপসের কথা বলা থাকলেও আমরা আগের অবস্থানেই থাকব। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলব।’

মতবিনিময় সভায় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বক্তব্য দেন।

সভা শুরুতে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম র‌্যাকের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। এছাড়া র‌্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক তাবারুল হক ও সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন আরিফও বক্তব্য রাখেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেনের সঞ্চালনায় কমিশনের অন্যান্য মহাপরিচালক, কর্মকর্তারা, র‌্যাকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সব সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন