৮ ইউএনওর বদলির আদেশ একদিন বাদেই প্রত্যাহার
| জনপ্রশাসন মন্ত্রণালয় |
নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সঙ্গে জড়িত বাগ্বিতণ্ডার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনিসহ মোট আটজন ইউএনওর বদলির আদেশ বাতিল হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে। বিষয়টি নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমানও নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাসুদুর রহমানসহ আটজন ইউএনওকে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। আদেশে বলা হয়েছিল, বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তবে বুধবার রাতে নতুন একটি আদেশে তাৎক্ষণিক বদলির নির্দেশ বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানসহ আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। এটি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত, আমরা সরকারি আদেশের বাইরে যেতে পারি না। পালন করতে বাধ্য।’
ইউএনও মাসুদুর রহমান বলেন, ‘আমি একজন সরকারি কর্মচারী। সরকার যেভাবে আদেশ করে, আমি তা মেনে চলতে বাধ্য। নতুন কর্মস্থলে যোগদানের জন্য ব্যাগও গুছিয়েছিলাম। এখন নতুন আদেশ অনুযায়ী এখানেই আছি। একজন সরকারি কর্মচারী হিসেবে কারো পক্ষ নেওয়ার আমার সুযোগ নেই। এছাড়া আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা। এসব বলে আমাকে বিব্রত করা হচ্ছে।’
Comments
Comments