[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশঃ
অ+ অ-
প্রতীকী ছবি

অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করেছে। এই অধ্যাদেশ অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ায় করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা নির্ধারিত বিধান অনুসারে প্রত্যাহার করা হবে। এছাড়া গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা, অভিযোগ বা কার্যধারা আইনত গ্রহণযোগ্য হবে না।

আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ২৫ জানুয়ারি ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন। এর আগে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।

অধ্যাদেশে বলা হয়েছে, যদি কোনো গণ-অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে মামলা, অভিযোগ বা কার্যধারা করা হয়ে থাকে, তাহলে পাবলিক প্রসিকিউটর বা সরকার নিযুক্ত আইনজীবী আদালতে আবেদন করবেন। এই আবেদনের পর আদালত ওই মামলা বা কার্যধারার কোনো কার্যক্রম গ্রহণ করবে না। তা প্রত্যাহার হিসেবে গণ্য হবে এবং অভিযুক্ত ব্যক্তি অবিলম্বে মুক্ত বা অব্যাহতি পাবেন।

তবে অধ্যাদেশে বলা হয়েছে, যদি কোনো গণ-অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের অভিযোগ থাকে, তা জাতীয় মানবাধিকার কমিশনে জমা দেওয়া যাবে। কমিশন তদন্তের ব্যবস্থা নেবে। তবে যদি হত্যাকাণ্ডে শিকার ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা বাহিনীর কর্মকর্তা ছিলেন, কমিশন সেই প্রতিষ্ঠানের বর্তমান বা প্রাক্তন কোনো কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিতে পারবে না। তদন্ত চলাকালে আসামিকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার প্রয়োজন হলে, তদন্তকারী কর্মকর্তাকে আগে কমিশনের অনুমোদন নিতে হবে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, যদি তদন্তে দেখা যায় অভিযোগে উল্লেখিত কার্যকলাপে অপরাধমূলক অপব্যবহার হয়েছে, তাহলে কমিশন সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন জমা দেবে। আদালত ওই প্রতিবেদনকে পুলিশ প্রতিবেদন সমতুল্য ধরে পরবর্তী কার্যক্রম নেবে।

এছাড়া, যদি তদন্তে দেখা যায় যে অভিযোগে উল্লেখিত ঘটনা রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল, কমিশন চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিতে পারবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে মামলা করা যাবে না বা অন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন