[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ | ছবি: সংগৃহীত

পুরান ঢাকার গেন্ডারিয়া থানা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোববার রাতে গেন্ডারিয়া থানার ভাট্টিখানা মসজিদের এস কে দাস সড়কের একটি ভবনের পঞ্চম তলা থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী বলেন, ‘আকাশ ভাই খুব সাধারণ জীবন যাপন করতেন। নিজের কষ্টের কথা কখনো প্রকাশ করতেন না। তাঁর একটি সম্পর্ক ছিল, বিষয়টি অনেকেই জানত। যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তাঁর বিয়ে হয়ে গেছে। আমরা কেউ বুঝতে পারিনি, তিনি এতটা মানসিক চাপে ছিলেন।’

একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, ‘আমার পরীক্ষা ছিল, তাই পড়াশোনা করছিলাম। এ সময় ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দেন। এরপর আমি রুমের দরজায় ধাক্কা দিতে থাকি। একপর্যায়ে দরজা খুলে যায়। তখন ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দিই।’

গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, আকাশের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর ভাই আসছেন। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন