মেঘনা নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
| মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি |
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ডুবার চর এলাকা থেকে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তাঁর নাম জয় চক্রবর্তী (৩৩)। তিনি কুমিল্লা মহানগরের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা এবং স্বদেশ চক্রবর্তীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে ডুবার চর এলাকায় মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয় লোকজন পুলিশকে জানালে বেলা ১১টার দিকে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে, সেখানে জয় চক্রবর্তী নাম লেখা আছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় পাঁচ দিন আগের। এতে পচন ধরেছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তীর বরাতে তিনি আরও জানান, পরিবারের সঙ্গে সামান্য মতবিরোধের পর গত ১৬ জানুয়ারি সকাল আটটার দিকে জয় চক্রবর্তী মুঠোফোন বাড়িতে রেখে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৭ জানুয়ারি কুমিল্লা কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।
Comments
Comments