[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পেয়েছে পুলিশ

প্রকাশঃ
অ+ অ-
ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন | ফাইল ছবি

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারপারসন শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল সোমবার রাতের দিকে ধানমন্ডি এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে পুলিশ।

এর আগে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের সেপ্টেম্বরে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা জামিনে ছাড়া পেয়েছিলেন। এবার আবার তাদের গ্রেপ্তার করা হলো।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রাসেল ও শামীমার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তারের পর তারা ডিএমপির ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন