[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভোলায় হোটেল কক্ষে যুবলীগ নেতার লাশ

প্রকাশঃ
অ+ অ-
আমির হোসেন তালুকদার | ছবি: সংগৃহীত

ভোলার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমির হোসেন তালুকদার (৩৬)। তিনি লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লালমোহন পৌর যুবলীগের সদস্য।

পুলিশ  শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠিয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আমির হোসেন ভোলা শহরের একটি আবাসিক হোটেলের তিনতলার কক্ষ ভাড়া করে রাত কাটান। পরদিন তিনি কক্ষ থেকে বের হননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। শুক্রবার রাতে পুলিশ দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

সূত্র জানায়, আমির হোসেন তালুকদার লালমোহন পৌর যুবলীগের নির্বাহী সদস্য ছিলেন। তিনি ভোলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ভোলা সদর থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন