[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আরও ৩ দগ্ধ

প্রকাশঃ
অ+ অ-
আগুনে পুড়ে মারা যাওয়া শিশু আয়েশা আক্তার | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ঘরের ভেতরে আগুনে পুড়ে নিহত হয়েছেন ওই নেতার সাত বছর বয়সী মেয়ে। এ ছাড়া বেলাল হোসেন এবং তাঁর আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন।

গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এই ঘটনা ঘটে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশক ব্যবসা করেন।

নিহত শিশুর নাম আয়েশা আক্তার। দগ্ধ হয়েছেন বেলাল হোসেন (৫০) এবং তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। বীথি ও স্মৃতি আক্তারকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে বেলালের ঘরও সম্পূর্ণ পুড়ে গেছে।

পরিবার ও স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পেট্রল ঢেলে আগুন দেওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, ‘সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে আগুন ধরিয়েছে এবং দরজায় তালা লাগানো ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা শঙ্কাজনক। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন