[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংস্কারকাজ শেষে হবিগঞ্জ–৫ নং কূপে গ্যাস সরবরাহ বেড়েছে ১২ মিলিয়ন ঘনফুট

প্রকাশঃ
অ+ অ-
হবিগঞ্জ-৫নং কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা | ছবি: পেট্রোবাংলার সৌজন্যে

সংস্কারকাজের পর বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের আওতাধীন হবিগঞ্জ-৫ নং কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়েছে ১২ মিলিয়ন ঘনফুট। বুধবার পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জ-৫ নং কূপের ওয়ার্কওভার (সংস্কারকাজ) বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এরপর বুধবার কূপ থেকে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কূপটি ওয়ার্কওভার করার আগে দৈনিক কমবেশি ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে অতিরিক্ত পানি ও বালু উৎপাদন করা হতো। ওয়ার্কওভার শেষে এ কূপ থেকে এখন দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট ড্রাই গ্যাস উৎপাদন করা হচ্ছে এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

চলতি মাসের ৫ তারিখের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীন কৈলাসটিলা-১ নং কূপের ওয়ার্কওভার বাপেক্সের মাধ্যমে সম্পন্ন করা হবে। এরপর কূপ থেকে দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া চলতি মাসে আরও তিনটি কূপের—সিলেট-১০এক্স, সিলেট-১১ ও শ্রীকাইল-৫—খননকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে বাপেক্সের মাধ্যমে আরও দুটি কূপের—বিয়ানীবাজার-২ ও সেমুতাং-১—ওয়ার্কওভার সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন