সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর
প্রকাশঃ
![]() |
| প্রতীকী ছবি |
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ এখনো চলমান রয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনে হামলা হয়েছে। ওই হামলায় ছয়জন নিহত হয়েছেন।

Comments
Comments