[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
ফেরি থেকে যানবাহন নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান চালান নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শনিবার রাতে ফতুল্লায় ধলেশ্বরী নদীতে | ছবি: পদ্মা ট্রিবিউন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন ধলেশ্বরী নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায়।

নিহতরা হলেন সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) ও ভ্যানচালক মো. স্বাধীন (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। ফলে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়।

মোটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। তবে স্বাধীন ও মাসুদ রানা নিখোঁজ ছিলেন। খবর পেয়ে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। দিবাগত রাত দুইটার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফেরিতে থাকা ট্রাকটি কীভাবে হঠাৎ চালু হলো এবং এর পেছনে চালকের কোনো গাফিলতি ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান জানান, ট্রাকটি হঠাৎ চালু হয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে ফেরির রেলিং ভেঙে যানবাহন নদীতে পড়ে যায় এবং একজন হাসপাতালে মারা যান। নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন