চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি
![]() |
| চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিএনপির এক প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। আজ দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিতে আসা বিএনপির এক প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর ও নগর-সংলগ্ন এলাকার ৬টি আসনের মধ্যে ৫টির রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
দুপুরে চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান মনোনয়নপত্র জমা দিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন। সঙ্গে ছিলেন এক থেকে দেড় শতাধিক নেতা-কর্মী। তাঁরা প্রার্থীর সঙ্গে কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে কয়েকজনকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন সাঈদ আল নোমান। তখনও তাঁর সঙ্গে পাঁচজনের বেশি নেতা-কর্মী ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৯(ঘ) ধারা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজনের বেশি থাকতে পারবেন না।
সাঈদ আল নোমান বলেন, মানুষের এই ভালোবাসা-আবেগ চট্টগ্রামের ঐতিহ্য। তাঁর বাবার আমল থেকে তিনি এটি দেখেছেন। তবে এটি একদিকে যেমন অর্জন, তেমনি কিছুটা বিব্রতকরও। তিনি বলেন, তিনি জনসেবার জন্য এসেছেন এবং সব সময় সেবা করতে চান। এই মুহূর্তে জয়-পরাজয়ের বিষয়টি তাঁর মাথায় আসে না। জনসেবা করতে পারলে রাজনীতির সিংহভাগ কাজ হয়ে যাবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রচারণা শুরু করতে পারবেন ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

Comments
Comments