[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভরিতে ১৫৭৪ টাকা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড

প্রকাশঃ
অ+ অ-

সোনা | প্রতীকী ছবি

বৈশ্বিক বাজারে সোনার দাম বাড়তে থাকায় দেশে দামও বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছে, যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ২ লাখ ২৭ হাজার টাকায়। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা দাম বাড়ানো হয়েছে। নতুন দাম রোববার থেকে সারা দেশে কার্যকর হবে। জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বাজুসের তথ্যানুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম রোববার থেকে বেড়ে হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এটি আজকের ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকার তুলনায় ১ হাজার ৫৭৪ টাকা বেশি।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম বাড়বে ২ লাখ ১৭ হাজার টাকায়। আজ পর্যন্ত দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। ফলে দাম বাড়ছে ১ হাজার ৫১৬ টাকা।

অন্যদিকে ১৮ ক্যারেটের সোনার দাম রোববার থেকে বেড়ে দাঁড়াবে ১ লাখ ৮৬ হাজার ৪৯৯ টাকায়। আজকের দাম ছিল ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা। অর্থাৎ দাম বাড়ছে ১ হাজার ৩৩৩ টাকা।

সনাতন পদ্ধতির সোনার দাম আজ পর্যন্ত ছিল ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা। রোববার থেকে ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নতুন দাম হবে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। রোববার থেকে ভরিতে ৯৩৩ টাকা দাম বাড়বে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আজ ছিল ৫ হাজার ১৩২ টাকা, রোববার থেকে নতুন দাম হবে ৬ হাজার ৬৫ টাকা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন