[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশঃ
অ+ অ-

অব্যাহতিপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান | ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। শনিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই অব্যাহতিপত্র জমা দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন, ‘রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে অ্যাটর্নি জেনারেলের ইস্তফাপত্র এসেছে। এতে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করা হয়েছে। ইস্তফাপত্রটি রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট দেবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি ভোট দেব। আমি ওই আসনে মনোনয়ন নিয়েছি। আমি এখনো অ্যাটর্নি জেনারেল পদে আছি। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছাড়ার পরই ভোট দেব। সময় এলে করব।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন