[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চকরিয়ায় নির্বাচনী জনসংযোগ শেষে জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন

প্রকাশঃ
অ+ অ-
কক্সবাজার-১ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাড়িতে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ। গতকাল রাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদার পাড়ায় | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন। দলীয় প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার প্রথমবারের মতো তিনি নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসংযোগ করেন।

দিনভর তিনি চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে নেতাকর্মী ও জনগণের সঙ্গে দেখা করেন। রাতে তিনি একই আসনের জামায়াতের দলীয় প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান।

জামায়াত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায়। সেখানে গিয়ে সালাহউদ্দিন প্রার্থী ও তাঁর পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী প্রমুখ।

সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম জানান, ১ ডিসেম্বর দুপুরে জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবিরের মৃত্যু হয়। মৃত্যুর পর সালাহউদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পর আবারও জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় পাঁচ দিনের নির্বাচনী সফরে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের উদ্দেশে রওনা হন। তিনি উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর গাড়িবহর নিয়ে নিজের নির্বাচনী এলাকায় যান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী। জেলার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের দলীয় প্রার্থী লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।

আজ বুধবার সকাল ১০টায় মা-বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে পেকুয়ায় জনসংযোগ শুরু করবেন সালাহউদ্দিন আহমদ। এরপর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে তিনি জনসংযোগ করবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন