[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা, চারদিকে বাড়ছে শীতের আমেজ

প্রকাশঃ
অ+ অ-
ঘন কুয়াশার মধ্যে ট্রাক্টর দিয়ে চলছে জমি চাষ। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সকাল ৯টায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা। হেমন্তের শেষ দিকে দেশের সর্বউত্তরের এই জনপদে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। তখন চারদিকে ঝরছিল ঘন কুয়াশা। সকাল ৯টার পর কুয়াশা কাটিয়ে হালকা রোদ উঠলেও রোদের তাপ খুব একটা বাড়েনি। এতে দিনের বেলাও হালকা শীত অনুভূত হচ্ছে। এর আগে গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

হেমন্তের শুরু থেকেই পঞ্চগড়ে সন্ধ্যার পর হালকা শীত অনুভূত হচ্ছিল। এর মধ্যে কুয়াশা কম থাকায় দিনে ঝলমলে রোদ পাওয়া যেত। তবে গতকাল রাত থেকে বাড়তে শুরু করেছে কুয়াশা। এতে রাতভর কনকনে শীত অনুভূত হয়েছে। আজ সকালেও চারদিকে ঘন কুয়াশা দেখা গেছে।

আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় চারদিক সাদা হয়ে আছে। নীরব পরিবেশে গরম কাপড় পরে প্রয়োজনীয় কাজে বের হয়েছেন লোকজন। কেউ কেউ মাঠে হালচাষ করছেন। এরই মধ্যে পূর্ব আকাশে সূর্য দেখা দিলেও রোদের তাপ নেই বললেই চলে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে বলেন, তেঁতুলিয়ায় আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে হালকা রোদ উঠলেও আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় রোদের তাপ ছড়াতে পারছে না। এতে দিনভর হালকা শীত অনুভূত হবে। চলতি মাসের মাঝামাঝি এই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন