[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে বাংলাদেশে পুশইন করল বিএসএফ

প্রকাশঃ
অ+ অ-
একই পরিবারের ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ | ছবি: পদ্মা ট্রিবিউন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের ১৪ জন নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি গতকাল শুক্রবার দিবাগত রাতে ঘটে। ওই ১৪ জন বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।

ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে চারজন শিশু, পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। তারা ভারতের ওডিশা রাজ্যের জগৎসিংহপুর জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।

৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাতে ঘন কুয়াশার সুযোগে দর্শনা নিমতলা সীমান্ত গেট খুলে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। এদের মধ্যে শিশু ও বয়স্ক নাগরিকও রয়েছেন। ১৪ জনের কেউই অবাঙালি। বাংলাদেশে তাদের কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত নেই। এর আগে ২৩ ডিসেম্বর একই ১৪ জনকে কুষ্টিয়া সীমান্ত দিয়ে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। এই ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের ভারতে ফেরত পাঠানো হবে।’

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন জানান, ‘শুক্রবার রাতেই ৬ বিজিবির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ১৪ জন ভারতীয় নাগরিকের পুশ ইনের বিষয়টি আমাকে অবহিত করেছেন।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ওই ১৪ জনকে দেখা যায়। এদের মধ্যে কয়েকজন অসুস্থ ছিলেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি প্রতিনিধিদল তাদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছে। এরপর নিজ হেফাজতে নিয়েছে।’

পুশ ইন হয়ে আসা ব্যক্তিরা হলেন ভারতের ওডিশা রাজ্যের জগৎসিংহপুর জেলার বাসিন্দা গুলশান বিবি (৯০), শেখ জব্বার (৭০) এবং তাঁর চার ছেলে শেখ হাকিম (৪৫), শেখ উকিল (৪০), শেখ রাজা (৩৮) ও শেখ বান্টি (২৮), শেখ উকিলের ১১ বছর বয়সী কন্যা শাকিলা খাতুন ও শেখ রাজার তিন সন্তান ১২ বছর বয়সী মেয়ে নাসরিন পারভীন, ১১ বছর বয়সী ছেলে শেখ তৌহিদ ও ২ বছর বয়সী ছেলে শেখ রহিদ এবং আলকুম বিবি (৬৫), সামসেরি বিবি (৪০), সাবেরা বিবি (৩৫) ও মেহেরুন বিবি (২৫)।

ভুক্তভোগীরা চুয়াডাঙ্গার স্থানীয় সাংবাদিকদের কাছে জানিয়েছেন, ‘শুক্রবার দুপুরে খাবার খাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাড়িতে ঢুকে আমাদের আটক করে নাগরিকত্বসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে। এরপর দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায়।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন