[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আক্রান্ত চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন, আটক ১২

প্রকাশঃ
অ+ অ-
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে জনতা | ছবি: পদ্মা ট্রিবিউন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলাকালে খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে খুলশী থানার কাছাকাছি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এর আগে রাত ১১টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবস্থান নিয়ে হাদির হত্যার প্রতিবাদে স্লোগান দেয়। পরে পুলিশের অনুরোধে রাত ১টার দিকে তারা কর্মসূচি শেষ করে চলে যায়।

কর্মসূচি শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল নিয়ে আবার কার্যালয়ের সামনে আসে। কিছুক্ষণ পর তারা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কার্যালয়ে থাকা তিন পুলিশ সদস্য সামান্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করলে পরিস্থিতি শান্ত হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সহায়তা প্রদান করে।

ঘটনার পর রাতেই ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় পরিদর্শনে যান চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ। তিনি সাংবাদিকদের বলেন, ‘শুরুতে প্রায় এক হাজার মানুষ সেখানে অবস্থান করেছিল। পুলিশের সঙ্গে আলোচনার পর তারা শান্তিপূর্ণভাবে চলে যায়। তবে অল্প সময়ের মধ্যে একটি ছোট দল এসে ইটপাটকেল নিক্ষেপ করে।’

কমিশনার বলেন, ‘আমি এই ঘটনাকে হামলা বলব না। তারা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেনি। কয়েকটি ইটপাটকেল গেট পেরিয়ে কিছুটা ভেতরে পড়েছিল। এতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে। এছাড়া ইটপাটকেল নিক্ষেপে জড়িত এবং তাদের সংগঠন করার সঙ্গে সংশ্লিষ্ট একজনকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন।

এদিকে ঘটনার পর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন