[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নওগাঁর বাইপাস সড়কে বিদ্যুতের লাইনের নিরাপত্তায় তালগাছ ন্যাড়া

প্রকাশঃ
অ+ অ-
নওগাঁর বাইপাস সড়কে বিদ্যুতের লাইনের নিরাপত্তার জন্য পাঁচ শতাধিক তালগাছের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

নওগাঁ পৌর শহরের বাইপাস সড়কের দুই পাশে সারিবদ্ধ তালগাছ দেখা যায়। এর মধ্যে সড়কের এক পাশে, বাইপাস সেতু থেকে বোয়ালিয়া মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারে পাঁচ শতাধিক তালগাছের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছে

ওই তালগাছগুলোর পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) গাছগুলোর পাতা কেটে দিয়েছে। নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কালাম বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ লাইনের আশপাশের বিভিন্ন গাছের ডাল ও পাতা কাটা হয়েছে

সাম্প্রতিক বছরগুলোয় বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণের ওপর জোর দিচ্ছে সরকার ও পরিবেশবিদেরা। নওগাঁয় গত কয়েক বছরে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সড়কের দুই ধারে হাজারো তালগাছের চারা রোপণ করা হয়েছে। এ সময়েই নওগাঁ পৌরশহরের বাইপাস সড়কের তালগাছের পাতা কেটে দেওয়া হয়েছে

নওগাঁ পৌরসভার বোয়ালিয়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, নব্বইয়ের দশকে জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের দুই পাশে তালগাছগুলো রোপণ করা হয়। সেই গাছগুলো বড় হয়ে বছরের পর বছর ধরে শোভা ছড়াচ্ছে। বছরে দুবার বিদ্যুৎ অফিসের লোকজন এসে সড়কের এক পাশে তালগাছের পাতা ছেঁটে দেন। আর এবার একদম মাথা মুড়িয়ে দেওয়া হয়েছে

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘এভাবে গাছ কাটা উচিত নয়। গাছ আমাদের জীবন বাঁচায়। কিন্তু বিদ্যুৎ বিভাগের লোকজন কোনো কথা শোনেন না। শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় বিদ্যুতের লাইনের জন্য গাছ কাটা পড়ে। গাছ না কেটে বিদ্যুতের খুঁটি একটু সরিয়ে দিলে সমস্যার সমাধান হয়’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৫ সালের দিকে নওগাঁ কাঁঠালতলী এলাকায় নেসকোর বিদ্যুৎ উপকেন্দ্র থেকে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া, তিলকপুর ও বক্তারপুর এবং বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ দিতে বাইপাস সড়কের দুই পাশে খুঁটি বসানো হয়। তখন তালগাছগুলো ছোট ছিল। গাছগুলো বড় হয়েছে। গত ১০–১২ বছর ধরে নেসকোর লোকজন বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে গাছগুলোর মাথা মুড়িয়ে দিচ্ছেন। এলাকাবাসী বারবার গাছ রক্ষার জন্য আবেদন করেছেন, তবে কোনো কাজ হয়নি

নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কালাম বলেন, তাঁর ধারণা অনুযায়ী তালগাছগুলো লাইন বসানোর পর লাগানো হয়েছে। তিনি বলেন, লাইন সরাতে হলে হয়তো অন্যের জমির ওপর দিয়ে যেতে হবে, তখন স্থানীয়রা বাধা দেবেন। এছাড়া লাইন স্থানান্তরের খরচও আছে। বিদ্যুৎ বিভাগের প্রয়োজনে লাইন সরালে বিদ্যুৎ বিভাগ খরচ বহন করে, আর স্থানীয় ব্যক্তিদের প্রয়োজনে তাদের খরচ বহন করতে হয়

নওগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুতের লাইন ও তালগাছ দুটিই সরকারের জায়গায়। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন