[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেখ মুজিবের ৩২ নম্বরে আবারও আগুন

প্রকাশঃ
অ+ অ-
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বিক্ষোভকারীরা নানা স্লোগান দেয় এবং পরে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙচুর শুরু করে | ছবি: পদ্মা ট্রিবিউন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকেরা। এই বিক্ষোভের অংশ হিসেবে বৃহস্পতিবার মাঝরাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষুব্ধরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’—এ ধরনের নানা স্লোগান দিতে থাকে।

উত্তেজিত জনতা ক্ষতিগ্রস্ত ভবনটির অবশিষ্ট অংশ হাতুড়ি দিয়ে ভাঙছে  | ছবি: পদ্মা ট্রিবিউন

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের একাধিক স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। কয়েকজন বিক্ষোভকারীকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করতেও দেখা যায়।

এর আগে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর ৩২ নম্বরে একদফা ভাঙচুর করা হয়েছিল, দেওয়া হয়েছিলও আগুনও। পরে আওয়ামী লীগের সরকার পতনের ছয়মাস পূর্তির দিন ৫ ফেব্রুয়ারি ভেকু নিয়ে গিয়ে বাড়িটির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন