শেখ মুজিবের ৩২ নম্বরে আবারও আগুন
![]() |
| ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বিক্ষোভকারীরা নানা স্লোগান দেয় এবং পরে বাড়িটির অবশিষ্ট অংশ ভাঙচুর শুরু করে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকেরা। এই বিক্ষোভের অংশ হিসেবে বৃহস্পতিবার মাঝরাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষুব্ধরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’—এ ধরনের নানা স্লোগান দিতে থাকে।
![]() |
| উত্তেজিত জনতা ক্ষতিগ্রস্ত ভবনটির অবশিষ্ট অংশ হাতুড়ি দিয়ে ভাঙছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের একাধিক স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে। কয়েকজন বিক্ষোভকারীকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করতেও দেখা যায়।
এর আগে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর ৩২ নম্বরে একদফা ভাঙচুর করা হয়েছিল, দেওয়া হয়েছিলও আগুনও। পরে আওয়ামী লীগের সরকার পতনের ছয়মাস পূর্তির দিন ৫ ফেব্রুয়ারি ভেকু নিয়ে গিয়ে বাড়িটির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।


Comments
Comments