ফের শাহবাগ অবরোধ করে বিক্ষোভ
![]() |
| ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
হাদি মারা যাওয়ার খবর ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু হয়। পরে খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে ছাত্র-জনতার বিভিন্ন অংশ সেখানে যোগ দেয়। আজ সকাল থেকেও আন্দোলনকারীরা সেখানে উপস্থিত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেকেই যোগ দিচ্ছেন।
এদিকে ডাকসুর নেতারা আজ বেলা ৩টায় শাহবাগে ভারতীয় আধিপত্যবাদবিরোধী সমাবেশের আয়োজন ঘোষণা করেছেন। তারা শহীদ শরিফ হাদিকে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ’ হিসেবে এই সমাবেশ আয়োজন করছেন।
![]() |
| ফের শাহবাগ অবরোধ করে বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন |
গতকাল রাতের বিক্ষোভ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশ এখন কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-তরুণ ও দেশপ্রেমিক নাগরিকদের জীবন আজ হুমকির মুখে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।’
নাহিদ আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেসব স্থানে আপনারা নেমেছিলেন—চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর ও ঢাকার যাত্রাবাড়ী ও উত্তর—সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন।’ তিনি শাহবাগে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানান।


Comments
Comments