[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভোটের সময় এনসিপিতে নেই নুসরাত তাবাসসুম, জানালেন নিজেকে সরিয়ে নেওয়ার কথা

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম | ছবি: ফেসবুক থেকে নেওয়া

নির্বাচনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ রোববার রাত ১০টার দিকে তিনি ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নুসরাত কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনসিপি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন কিনেছিলেন। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলায়।

ফেসবুকে নুসরাত লিখেছেন, ‘আমি সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি জন্মলগ্নে আমাদের দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশপন্থা। এই প্রতিটি শব্দ আমি আমার মন, মগজ এবং যাপনে ধারণ করি, এগুলো আমার রাজনৈতিক স্বপ্ন। এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে সব লিটারেচারে এ বক্তব্য প্রতিফলিত। এনসিপি গঠনের সময় এটি ঠিক তা–ই ছিল যা আমি চেয়েছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘আজ ২৮ ডিসেম্বর, ঠিক ১০ মাস পর, জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের পর আমি মনে করি, এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। বিশেষ করে বিভিন্ন সময়ে জনাব আহ্বায়ক (নাহিদ ইসলাম) মহোদয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিতে শুনেছি। এমতাবস্থায় তৃণমূল ও মনোনয়নপ্রাপ্তদের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা হয়েছে বলে মনে করি। এই সব ঘটনার প্রেক্ষিতে আমি, নুসরাত তাবাসসুম (যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি), নির্বাচনকালীন সময়ে পার্টির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখছি এবং পরে পুনর্বিবেচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন