নিরাপত্তা শঙ্কায় ঢাকায় আজ দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
প্রকাশঃ
![]() |
| ঢাকায় একটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র | ফাইল ছবি |
চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার বেলা দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র (আইভ্যাক) আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ বেলা দুইটায় যমুনা ফিউচার পার্কে আইভ্যাকের কার্যক্রম বন্ধ থাকবে। যারা বুধবারের জন্য নির্ধারিত ভারতীয় ভিসার স্লট বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তাঁদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হবে।

Comments
Comments