[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেটে টাকার লেনদেন নিয়ে বিরোধ, অপহরণ-মারধরের পর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ | প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাট উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক তরুণকে অপহরণ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে আহত অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত তরুণের নাম সাইফুল ইসলাম (২০)। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শাকিল আহমদ (২৫)ও একই গ্রামের। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের সঙ্গে টাকার লেনদেন নিয়ে শাকিল আহমদের বিরোধ ছিল। গতকাল সন্ধ্যায় সাইফুল বাড়ি থেকে দনা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একা পেয়ে তাঁকে মোটরসাইকেলে তুলে নেন শাকিল ও তাঁর এক সঙ্গী। পরে বাড়িতে নিয়ে সাইফুলকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। সাইফুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শাকিল ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান। আহত সাইফুলকে উদ্ধার করে রাতেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সাইফুলের শরীর ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো কিছুর আঘাতেই মৃত্যু হয়েছে।

সিলেট সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম বলেন, সাইফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো তাৎক্ষণিকভাবে মামলা করা হয়নি। পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন