প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির
![]() |
| প্রথম আলো ভবনের সামনে আইজিপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ফার্মগেট এলাকায় দ্য ডেইলি স্টারের ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ শুক্রবার দুপুরে তিনি ওই দুটি ভবন সরেজমিনে দেখেন।
পরিদর্শনকালে আইজিপি ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেন। তবে সরাসরি সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি।
এর আগে, গতকাল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র–জনতা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
সরাসরি দেখা গেছে, আগুনে উভয় ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উভয় সংবাদমাধ্যমের সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে একই দিন তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Comments
Comments