[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে দীর্ঘদিন থাকার ইঙ্গিত

প্রকাশঃ
অ+ অ-
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকদের অবস্থান। রাত ১০টা। ঢাকা। ২৭ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করতে যদি এক মাসও শাহবাগে থাকতে হয়, তাঁরা থাকবেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। শনিবার শাহবাগে চলা অবস্থান কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা দেন।

অবস্থান চালিয়ে যাওয়ার বিষয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যদি আশ্বাস দেন, আমরা রাজপথ ছাড়ব না। বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব। হাদির হত্যার বিচারের জন্য যদি এক মাসও থাকতে হয়, আমরা থাকব। রাজপথ ছাড়ব না।’

শহীদ হাদির হত্যার প্রতিবাদে সিলেট, কুষ্টিয়া ও রংপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়করা শুক্রবার দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে নারী ও শিশুরাও আছেন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থানরত নেতা-কর্মীরা শহীদ হাদির কবর জিয়ারত করতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর অবস্থানকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে চলে যান। কবর জিয়ারত শেষে তারেক রহমান ফিরে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে আবার শাহবাগে অবস্থান নেন। এর পর থেকে তাঁরা হাদির হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছেন। শুক্রবার দুপুর থেকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার সরেজমিন দেখা গেছে, শীত উপেক্ষা করে শাহবাগ মোড়ের মাঝখানে খোলা আকাশের নিচে বসে আছেন নেতা-কর্মীরা। স্লোগান দেওয়া, কবিতা আবৃত্তি ও হাদিকে নিয়ে গান পরিবেশন করছেন। কেউ দূর থেকে হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন। সকাল কম হলেও দুপুরে মানুষের সংখ্যা বেড়ে গেছে। অবস্থান চলাকালে জোহর, আসর ও মাগরিবের নামাজও পড়া হয়।

মঞ্চের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার সেই হাদি মরে না’, ‘ফাদার অব টেররিস্ট, মোদি মোদি’, ‘হাদি না মোদি, হাদি হাদি’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবকেরা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন। পরে অনেকে এই কর্মসূচিতে যোগ দেন।

অবস্থান কর্মসূচিতে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শুক্রবার উপদেষ্টাদের আসার অনুরোধ করেছিলাম। কিন্তু কেউ আসেনি। পরে এসে হাত-পা ধরেও কোনো কাজ হবে না। আমাদের লড়াই চলছে, চলবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি চায়, তবেই উপদেষ্টা যমুনায় বা সংসদে থাকতে পারবেন। জনগণ না চাইলেও পার পাবেন না।’

জান দেব–জুলাই দেব না উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের কারা জামিন দিয়েছে, আমরা জানি। ক্যান্টনমেন্টে যারা আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছিল, তাদের কারা এক্সিট দিয়েছে, আমরা জানি। জুলাইকে কারা বিক্রি করেছে, সেটাও আমরা জানি। এই জনতা জুলাইয়ের জনতা। তারা জান দেবে, তবু জুলাই দেবে না।’

ঢাকার বাইরে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি চলছে। শনিবার বেলা ৩টা ২০ মিনিটে নেতারা সড়কে অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি দেখা যায়।

একই দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা বিক্ষোভ করেন। শনিবার বেলা আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মজমপুর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে কুষ্টিয়া-ঈশ্বরদী ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রংপুরে ইনকিলাব মঞ্চ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আজ রোববার বেলা দুইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। বক্তারা রাজধানীর শাহবাগে চলা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন