[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

প্রকাশঃ
অ+ অ-
মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর ‘জয়বাংলা’ সহ নানা স্লোগান দেন মুক্তিযোদ্ধারা | ছবি: ভিডিও থেকে নেয়া 

পাবনার ঈশ্বরদীতে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় এক মুক্তিযোদ্ধার সন্তানকেও মারধর করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের আলহাজ মোড়ে ‘মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ’ প্রাঙ্গণে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ‘ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’দের পক্ষ থেকে সকাল ১০টার দিকে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী সদরুল হক সুধা। শ্রদ্ধা জানানোর পর উপস্থিত মুক্তিযোদ্ধারা প্রথমে ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে কয়েকবার স্লোগান দেন।

বিজয়স্তম্ভের সামনে সারিতে ছিলেন সদরুল হক সুধা ও মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদশা। স্লোগানের শেষের দিকে তারা হঠাৎ ‘জয় বাংলা’ বলে কয়েকবার স্লোগান দিলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধাদের এই স্লোগানের প্রতিবাদ জানান। একপর্যায় হট্টগোলের মধ্যে মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মুক্তিযোদ্ধার সন্তানকে ধাক্কা দিয়ে কিল-ঘুষি মারেন।

মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুধা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতে পারে। এটি কোনো রাজনৈতিক দলের নয়। আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বিজয়ের স্লোগান দেওয়ার পর আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করা অত্যন্ত দুঃখজনক।’ হামলাকারীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কারা এই কাজটি করেছেন, তা আমি চিনতে পারিনি।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘সকালের ঘটনাটি আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু শুনেছি, ততটুকুই। তারপর আর কিছু হয়নি এবং এ নিয়ে কেউ অভিযোগও করেনি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন